কর্ণফুলীতে ছুফি বৈঠক ও মহাত্মা সম্মেলন উদযাপন পরিষদের সভা
সম্পাদনায়: সাজিয়া শাওন, রাহে ভান্ডার ইনফরমেশান ডেক্স:
কর্ণফুলীতে থানাধীন রাহে ভান্ডার খানকাহ শরীফে যথাযোগ্য আয়োজনের মধ্য দিয়ে মাসিক ছুফি বৈঠক ও মহাত্মা সম্মেলন উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত।
আসন্ন মহান ৭ চৈত্র, ২১ মার্চ ২০২১ ইং ১৮ তম মহাত্মা সম্মেলন আয়োজনের লক্ষ্যে গঠিত মহাত্মা সম্মেলন উদযাপন পরিষদের সাথে রাতআপ কর্ণফুলী শাখার মতবিনিময় সভা ও মাসিক ছুফি বৈঠক চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন ডাঙ্গাচরস্থ- রাহে ভান্ডার খানকাহ শরীফে ১১ ফাল্গুন, ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উক্ত ছুফি বৈঠক ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাহে ভান্ডার তরিকার গ্র্যান্ড শায়খ, মহাত্মা সম্মেলনের মহান উদ্যাোক্তা আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাাদেক শাহ্ (মা.জি.আ)।
সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ডা. শাহজাদা ছৈয়দ আরেফ হেসাইন। সভার সঞ্চালনায় ছিলেন পরিষদের মহাসচিব শাহজাদা মোহা...